লুপ্তপ্রায় “হ্যাঁচড়া পুজা” অনুষ্ঠিত হলো বাগদার ভবানীপুরে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : লুপ্তপ্রায় “হ্যাঁচড়া পুজা” অনুষ্ঠিত হলো বাগদার ভবানীপুর গ্রামে। এক সময় গ্রামে-গঞ্জে ফাল্গুন সংক্রান্তিতে মেয়েরা ঘটা করে এই “হ্যাঁচড়া পূজা “করতো। আজ তা প্রায় বিলুপ্ত।এমনি করে কত লোক আঙ্গিক যে লুপ্ত হয়েছে তার হিসাব নেই।
তবুও কিছু লোক, সংস্কৃতি প্রিয় প্রাণ, তা বাঁচানোর শেষ চেষ্টা করেন। বাগদার ভবানীপুর গ্রামের শিক্ষক অনুপ বিশ্বাস একজন লোক সংস্কৃতি অন্তপ্রাণ।তারই চেষ্টায় নিত্যদিন হারানো সংস্কৃতি লোকশিল্পী বিভিন্ন ভাবে উপকৃত হচ্ছে। তার চেষ্টায় ভবানীপুরের বিভিন্ন গ্রামে চার বছর ধরে ‘হ্যাঁচড়া পূজা’ চালু হয়েছে মহা-সমারোহে।
প্রচুর মানুষ এই অনুষ্ঠানে যোগদান করছেন বলে জানা গেছে। বিলুপ্ত প্রায় এই পূজা উপলক্ষ্যে তার বাড়ীতে প্রায় শতাধিক মানুষের সমাগম ঘটে। ফল-মূল, মিষ্টি প্রসাদের পাশাপাশি খিচুড়ি ও খাওয়ানো হয় সকলকে। বলাবাহুল্য, শিক্ষক অনুপ বিশ্বাসের উদ্যোগে পাশের গ্রাম মনোহরপুরে তিন বছর ধরে প্রায়বিলুপ্ত মাঘব্রত বা মাঘী মণ্ডল উৎযাপন হয়ে আসছে।