উৎসববিনোদনরাজ্য

শিশু দিবসে ছোটদের সঙ্গে স্বপ্নচর

নীরেশ ভৌমিক : ১৫ই নভেম্বর, জলপাইগুড়ির চা বাগানে ঘেরা কৃষিবাগান গ্রামের মুক্ত পরিবেশে ২০জন রাজবংশী শিশুদের নিয়ে স্বপ্নচর পালন করল জাতীয় শিশুদিবস।

মূলত, শিশুদের অধিকার, শিক্ষা এবং কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে ১৪ই নভেম্বর দিনটিতে ভারতে প্রতি বছর  শিশুদিবস পালিত হয়। সেক্ষেত্রে শিক্ষার আঙিনায় যেভাবে শিশুরা এগিয়ে আসছে,সংস্কৃতির ক্ষেত্রেও যেন

তারা পিছিয়ে না থাকে, এই ভাবনাকে নিয়ে, তাদের সার্বিক বিকাশের তাগিদেই স্বপ্নচরের সহজ পাঠশালায় শিশুদের নিয়মিত নাটক-নাচ-গান-ছবি আঁকা-কবিতা- হাতের কাজ প্রভৃতির তালিম দেওয়া হয়।

১৪ই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন। যিনি শিশুদের প্রতি অনুরাগী ছিলেন বলে পরিচিত।তাই তার প্রতিকৃতিতে মাল‍্যদান,প্রদীপ প্রজ্জ্বলোনের মধ্যে দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।

শিক্ষিকা সুদীপ্তা দাসের পরিচালনায় সহজপাঠশালার কুশীলবরা সমবেত ভাবে সঙ্গীত- আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠান শেষে প্রায় ২০জন শিশুর হাতে গাঁদা ফুলের গাছ উপহার দেওয়া হয়।

উপস্থিত অভিভাবক ও গ্রামবাসী স্বপ্নচরের এই উদ্যোগ কে সাধুবাদ জানান। কর্ণধার মহঃ সেলিম জানান, শিশুদের পৃথিবীকে বাসযোগ্য করতে বড়োদের ভূমিকাই সবচেয়ে বেশি নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *