শিশুদের কল্যাণে গ্রামে-অঞ্চলে ও ব্লকে গঠিত হবে শিশু সুরক্ষা কমিটি
নীরেশ ভৌমিক : গ্রাম ভিত্তিক শিশু সুরক্ষা সমিতি গঠনের লক্ষ্যে একদিনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গাইঘাটা ব্লকে। গত ১৩ ডিসেম্বর ব্লকের সৃষ্টি হলে অনুষ্ঠিত সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্লকের নবাগত বিডিও নিলাদ্রি সরকার, জয়েন্ট বিডিও কার্তিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি,সহ-সভাপতি গোবিন্দ দাস,
কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, তাপসী ঘোষ, ব্লকের বিএমওএইচ সুজন গাইন, গাইঘাটা থানার পুলিশ আধিকারিক শ্রাবণী বিশ্বাস ও ব্লকের সমাজ কল্যাণ আধিকারিক বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্লকের অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী, সমাজসেবী সংগঠনের সদস্য, শিক্ষক ও পঞ্চায়েতের প্রধান’গণ।
বিশিষ্ট ব্যক্তিগণ তাঁদের বক্তব্যে শিশু শ্রমিক, বাল্যবিবাহ এবং শিশু ও নারীর পাচার সমাজের এই কলঙ্কজনক বিষয়গুলি দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা বলেন। বক্তব্য রাখেন আইসিডিএস এর সুপারভাইজার ভারতী দেবী, সমাজসেবি সংস্থা লাইট হাউস সোসাইটির শুভঙ্কর সরকার,
চাঁদপাড়ার প্রধান দীপক দাস এবং বারাসাত উন্নয়ন প্রস্তুতির কো-অর্ডিনেটর প্রমুখ সকলেই তাদের বক্তব্যে বলেন, ‘সমাজের এই সমস্ত ক্ষতিকারক বিষয়গুলি দূর করতে মানুষজনের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। শিশুর যাবতীয় অধিকার যাতে ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সমাজ কল্যাণ আধিকারিক বিশ্বজিৎ ঘোষ জানান, সকল শিশুর অধিকার রক্ষায় গ্রাম, অঞ্চল ও ব্লক ভিত্তিক কমিটি গঠন করতে হবে এবং কমিটির সক্রিয়তা বাড়াতে হবে। জয়েন্ট বিডিও কার্তিক বাবু বলেন, “বাল্যবিবাহ রোধে কন্যাশ্রীর ক্লাবগুলোকে আরও সক্রিয় করে তুলতে হবে
বিডিও শ্রী সরকার ও সভাপতি ইলা দেবী বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যে ৩টি স্তরেই শিশু সুরক্ষা কমিটি গঠন করে ফেলতে হবে। শিশুর অধিকার যাতে ক্ষুন্ন না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। তবে এদিনের সভায় শিশুদের সমস্যার চেয়ে নারী পাচার ও বাল্যবিবাহ বিষয়ে অধিক আলোচনা হয়।