আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

District newsঅনুষ্ঠানজেলার খবর

শ্যামাপূজায় ক্রেতা সচেতনতা শিবির গোবরডাঙ্গায়

নীরেশ ভৌমিক : শারদীয়ার পর দীপাবলীতেও ক্রেতা সচেতনতা শিবিরের আয়োজন করে গোবরডাঙ্গার কনজিউমারস অ্যাসোসিয়েশনের সদস্যগণ। গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন শ্যামা পূজা প্রাঙ্গনে গত ২১- ২৩ অক্টোবর অনুষ্ঠিত শিবিরে অ্যাসোসিয়েশনের সদস্যগণ পথ চলতি মানুষ ও প্রতিমা দর্শনার্থীদেরকে ক্রেতা সুরক্ষা বিষয়ে সচেতন করেন।

কেনাকাটার সময় কি কি সর্তকতা অবলম্বন করলে ঠকার আশঙ্কা কম থাকবে? অথবা যদি ঠকে যান, কোথায় কিভাবে এবং কি কি প্রতিবিধান দাবি করা যাবে? সে ব্যাপারেও মানুষজনকে অবহিত করেন এবং সেই সঙ্গে উদ্যোক্তারা শিবিরে আগত মানুষজনের স্বাক্ষর সংগ্রহ করেন এবং উপভোক্তা বিষয়ক প্রচার পুস্তিকা প্রদান করেন।

অ্যাসোসিয়েশনের গোবরডাঙ্গা শাখার দায়িত্বপ্রাপ্ত সমাজসেবি কালীপদ সরকার, প্রণব রায় সহ শিবিরে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সমাজকর্মী পবিত্র মুখোপাধ্যায়, সমীর কিশোর নন্দী, জয়দেব মুখার্জী, মলয় বিশ্বাস, শিক্ষক স্বপন বালা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *