সতর্কতা ও সচেতনতা সপ্তাহ-২০২৪-কে ঘিরে শপথ গ্রহণ অনুষ্ঠান হল বিএসএফের
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : সচেতনতা সপ্তাহ-২০২৪-এর শপথ গ্রহণ অনুষ্ঠান হল সেক্টর হেডকোয়াটার কোলকাতা এবং তার আনডেট কমান্ড ব্যাটালিয়ন কল্যাণীতে।
২৯শে অক্টোবর ‘২০২৪ তারিখে ১১টা থেকে ১১-১০ টা পর্যন্ত, সতর্কতা সচেতনতা সপ্তাহ-২০২৪-এর জন্য নেওয়া অঙ্গীকার, যা ২৮শে অক্টোবর থেকে ৩রা নভেম্বর, ২০২৪ পর্যন্ত পালিত হবে,
যার প্রতিপাদ্য ছিল “জাতির সমৃদ্ধির জন্য অখণ্ডতার সংস্কৃতি” কেন্দ্রীয় কর্মসূচি। সেক্টর হেডকোয়াটার কোলকাতা এবং তার আনডেট কমান্ড ব্যাটালিয়ন কল্যাণীতে সংগঠিত শ্রী তারানী কেআর টিআইইউ ডিআইজি বিএসএফ কলকাতা,
আনফার কমান্ড ব্যাটালিয়নও বিএন হেডকোয়ার্টারে এবং বিওপি লেভেল পর্যন্ত অঙ্গীকার গ্রহন করে, উল্লিখিত বিষয়ের উপর এই বিশেষ প্রোগ্রামে সামিল হয় বিএসএফ।