উৎসবজেলার খবর

সরস্বতী পুজো উপলক্ষে মছলন্দপুরের সাদপুরে অনুষ্ঠিত হল সারাদিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সরস্বতী পুজো উপলক্ষে মছলন্দপুরের সাদপুরে অনুষ্ঠিত হল সারাদিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাদপুর গ্রামবাসীবৃন্দের সঙ্গে মিলিত হয়ে মছলন্দপুর ইমন মাইম সেন্টার সম্পূর্ন অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করে।

১৪ফেব্রুয়ারী ছিল বসন্তপঞ্চমী। সেদিন সকলে মিলে পূজা ও পুষ্পাঞ্জলিপ্রদান করে দেবী সরস্বতীর আরাধনা করেন। পরের দিন অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারী সারাদিন ধরে চলল বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।

এলাকার সর্বস্তরের নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ইমন মাইম সেন্টার এর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও মূকাভিনয় দিয়ে সাজানো ছিল এদিনের সন্ধ্যা। সৃজা হাওলাদার-এর পরিচালনায় নৃত্য পরিবেশন করেন মছলন্দপুর নৃত্যনীড় এর শিল্পীরা।

ইমনের বন্ধুরা পরিবেশন করেন বিষ্ণু রায়ের পরিচালনায় মূকাভিনয় “দন্ত চিকিৎসক” এবং ধীরাজ হাওলাদার এর পরিচালনায় মূকাভিনয় “মেরা ভারত মহান”। সম্পূর্ণ অনুষ্ঠানে গ্রামবাসীদের অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *