সাড়ম্বড়ে অনুষ্ঠিত হাবড়া বর্ণচোরার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ১২ জানুয়ারি যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিনে নাট্যোৎসব এবং সেই সঙ্গে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ এর আয়োজন করে হাবরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা বর্ণচোরার সদস্যগণ।

জন্মদিনে স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলদীপ প্রোজ্জলন করে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ডাঃ চন্দন দেবনাথ, প্রতাপ সেন, ছিলেন বিশিষ্ট সাংবাদিক উদয় শঙ্কর দাস, তরুণ নন্দী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস প্রমূখ।

বর্ণচোরার কর্ণধার বিশিষ্ট নাট্য পরিচালক ও অভিনেতা সুবীর নারায়ন দাস সকলকে স্বাগত জানান। বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে সুস্থ-সংস্কৃতির চর্চা ও প্রসারে বর্ণচোরার প্রয়াসকে সাধুবাদ জানান।

সংস্থার কচি-কাঁচাদের সমবেত কন্ঠে সংগীত ও আবৃত্তির অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণচোরার বাৎসরিক অনুষ্ঠানের সূচনা হয়। সংস্থার সদস্য ও অভিভাবিকাগনের কন্ঠে সমবেত সংগীতানুষ্ঠান উপস্থিত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর প্রশংসা লাভ করে।

এদিনের আয়োজিত নাট্যোৎসবে নাটকের শহর গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী রূপান্তর নাট্য দল মঞ্চস্থ করে তাদের মঞ্চ সফল নাটক ‘সদানন্দের সাতকাহন’ ও দেশাত্মবোধক নাটক ‘সৌদামিনী’।

নাটক দুটির কাহিনী ও কুশীলবদের অভিনয় উপস্থিত ছোট-বড় সকল দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে। নানা অনুষ্ঠান ও বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণের বর্ণচোরার বাৎসরিক উৎসব ২০২৬ সার্থকতা লাভ করে।










