খেলার খবর।জেলার খবর

সাড়ম্বরে অনুষ্ঠিত চাঁদপাড়া শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

নীরেশ ভৌমিক : বিগত বছরের মত এবারও চাঁদপাড়ার মিলন সংঘ ময়দানে মহাসমারোহে অনুষ্ঠিত হলো চাঁদপাড়ার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ২৩ জানুয়ারি সকালে মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্ম জয়ন্তী মর্যাদা সহকারে উদযাপনের পর সাড়ম্বরের শুরু হয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪।

মিলন সংঘ ক্লাব প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বর্ষীয়ান শিক্ষাব্রতী নির্মল কান্তি বিশ্বাস কর্তৃক জাতীয় পতাকা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি লীলা মুখোপাধ্যায় শিক্ষালয়ের পতাকা উত্তোলন এবং বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক শান্তিপদ বিশ্বাস, গাইঘাটার নবাগত বিডিও

নীলাদ্রি সরকার কর্তৃক নেতাজি সুভাষের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ এর মধ্যে দিয়ে বীর বিপ্লবী নেতাজি সুভাষ বসুকে স্মরণ করা হয়। শিক্ষিকা’গণ উপস্থিত বিশিষ্টজনদের পুষ্পস্তবক ও চন্দনের ফোঁটায় বরণ করে নেন। বিদ্যালয়ের প্রধান শ্রীমতি মুখার্জীকে বরণ করে নেন বিদ্যালয়ের সম্পাদক শান্তিপদ বিশ্বাস।

বিদ্যালয়ের কয়েকটা কচি-কাঁচা পড়ুয়ার মাঠ প্রদক্ষিণের পর শুরু হয় ৪৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উদ্বোধন করেন বিডিও শ্রী সরকার। প্রতিযোগী ছাত্র-ছাত্রীরা দৌড় ছাড়াও সেফটিপিন ড্রেস, হপ রেস ইত্যাদি ৫১ টি প্রতিযোগিতায় অংশ নেয়। অপরাহ্ণে মালা গাঁথা ও সকলের জন্য নির্ধারিত যেমন খুশি সাজো প্রতিযোগিতা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।

খেলা শেষে সফল প্রতিযোগী’গণের হাতে পুরস্কার তুলে দিয়ে শুভেচ্ছা জানান গাইঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, চাঁদপাড়ার প্রধান দীপক দাস, রাখাল বনিক, মহাদেব কুণ্ডু প্রমূখ বিশিষ্টজন।

প্রতিযোগিতাকে সার্থক করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সমাজকর্মী ও ক্রীড়া প্রেমী পার্থ প্রতিম রায় সমীরণ সানা সঞ্জু সিনহা অলক রায় প্রমূখ। শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবকগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে শিশু শিক্ষা নিকেতন আয়োজিত এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *