সাড়ম্বরে চাঁদপাড়া ডিফেন্স একাডেমীর স্বাধীনতা দিবস উদযাপন ঠাকুরনগরে
নীরেশ ভৌমিক : বিগত বছরের মত এবারও মহাসমারোহে দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করে চাঁদপাড়া ডিফেন্স একাডেমীর শিক্ষার্থী’গণ। ১৫ই আগষ্ট সকালে ঠাকুরনগর আনন্দপাড়া পল্লী সেবা সমিতি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ স্মরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর নানা অনুষ্ঠানের সূচনা হয়।
উদ্যোক্তাদের এবারের বিশেষ আকর্ষণ ছিল পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। আকর্ষণীয় এই ম্যারাথন দৌড়ে একাডেমীর শিক্ষার্থী ছেলে-মেয়েরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সফল প্রতিযোগী’গণের হাতে একাডেমীর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবি অমল কৃষ্ণ ঘোষ, চিত্তরঞ্জন সরকার, আশিস সরকার, চন্দন দেব, পার্থ মৃধা, প্রাক্তন সমর কর্মী মৃণাল কান্তি ঘোষ, সুভাষ ঘোষ, শিক্ষক সুভাষ ব্যাপারী, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ মন্ডল প্রমুখ।
ডিফেন্স একাডেমীর কর্ণধার প্রাক্তন সৈনিক দীপেন গুহ সকল বিশিষ্টজনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শিক্ষার্থীরা ব্যাচ ও উত্তরীয়তে বিশিষ্টজনদের বরণ করে নেন।
বিশিষ্ট ব্যক্তিবর্গ একাডেমীর এদিনের কর্মসূচীকে স্বাগত জানান।পুরস্কার বিতরণী অনুষ্ঠান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একাডেমীর শিক্ষার্থী’গণ সহ স্থানীয় ছেলেমেয়েরাও অংশগ্রহণ করেন।
দেশাত্মবোধক সংগীত, নৃত্য, আবৃত্তি এবং কথায়-কবিতায় একাডেমী আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত সমগ্র অনুষ্ঠান সার্থকতা লাভ করে।