সাড়ম্বরে শুরু হল গোবরডাঙ্গা রূপান্তর এর ৫০ তম বর্ষের নাট্যোৎসব
নীরেশ ভৌমিক : গত ২২ ডিসেম্বর সকালে সংস্থার অন্যতম নাট্য পরিচালক প্রতাপ সেন এর নেতৃত্বে সংস্থার সদস্য কচিকাঁচা ও এলাকার নাট্যকর্মী নাট্যপ্রেমী মানুষজনের এক বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে সূচনা হয় নাটকের শহর গোবরডাঙ্গার প্রাচীন নাট্যদল রূপান্তর এর সুবর্ণ জয়ন্তী বর্ষের নাট্য উৎসব।
সন্ধ্যায় গোবরডাঙ্গার পৌর টাউন হলে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত নাট্য উৎসবের সূচনা বিশিষ্ট সাংবাদিক বিপ্লব ঘোষ ও পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের আধিকারিক অভিজিৎ চ্যাটার্জী। রূপান্তর এর সভাপতি বর্ষিয়ান শশাঙ্ক শেখর দত্তের পৌরহিত্যে অনুষ্ঠিত
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য আকাডেমির অন্যতম সদস্য আশিস চ্যাটার্জী, বিশিষ্ট নাট্যপরিচালক আশিস দাস, সংস্থার সূচনা লগ্নের (১৯৭৩) সম্পাদক বাসুদেব বন্দোপাধ্যায়, নাট্যগুরু শ্যামল দত্ত, সংস্থার সহ-সভাপতি আশিস পাল, সহ-সম্পাদক স্বরূপ দত্ত প্রমূখ।
মঞ্চে উপস্থিত সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক,উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন সংস্থার সদস্যগণ। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে সুদীর্ঘ ৫০ বছর যাবৎ নাট্যচর্চা ও প্রসারে রূপান্তর এর এই প্রয়াসকে সাধুবাদ জানান।
সেই সঙ্গে রূপান্তর এর নাট্য প্রয়াস সাফল্যের সাথে শতবর্ষের দিকে এগিয়ে যাবে বলে সকলেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শিশু শিল্পী অলোক বর্তিকা ভট্টাচার্য্য এদিন রূপান্তর এর নাট্যগুরু বর্ষিয়ান শ্যামল দত্তকে পুষ্প স্তবকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
চারদিন ব্যাপী আয়োজিত নাট্য উৎসবের সূচনায় এদিন কলকাতার রংরুপ নাট্যদল মঞ্চস্থ করে তাদের দিকে দিকে সাড়া জাগানো নাটক স্বাহা। সায়ন্তনী পুততুন্ডের কাহিনী অবলম্বনে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সীমা মুখোপাধ্যায়ের রচনা ও নির্দেশনায় এবং অভিনয়ে নাটকটি সমবেত
দর্শক সাধারনের মনের মনিকোঠায় স্থান করে নেয়। মুখ্য চরিত্রে সীমা মুখোপাধ্যায়ের অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করে। এছাড়া রোহিনী, ভূমি সহ সমস্ত চরিত্রগুলিই অসাধারণ অভিনয় করেছেন। নাটক শেষে রূপান্তর এর প্রবীণ সদস্য নাট্য প্রেমী প্রয়াত মুকুল বন্দ্যোপাধ্যায় স্মৃতি
পুরুস্কার স্বনামধন্যা নাট্য পরিচালক সীমা মুখোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান, প্রয়াত মুকুল বাবুর ভাই সুনীল বন্দ্যোপাধ্যায়। সংস্থার সম্পাদক বিশিষ্ট নাট্যাভিনিতা অভিক দাঁর সুচারু সঞ্চালনায় নাট্যোৎসবের উদ্বোধন অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।