সাড়ম্বরে শুরু হল মছলন্দপুরের ইমন নাট্যমেলা -২০২৩
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, মছলন্দপুরের পদাতিক মঞ্চে গত ২৭শে মার্চ বিশ্বনাট্য দিবসের সন্ধ্যায় সাড়ম্বরে শুরু হল ইমন নাট্যমেলা -২০২৩। এদিন সন্ধ্যায় মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে ৪দিন ব্যাপী আয়োজিত নাট্যমেলার উদ্বোধন করেন ওপার বাংলার বিশিষ্ট নাট্য গবেষক মহঃ কামরুল হাসান খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জীবন অধিকারী, যোগরাজ চৌধুরী, আশীষ দাস, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আস্তিক মজুমদার, সুভাষ বণিক, শিক্ষিকা মীনাক্ষী পাঠক, সমাজকর্মী প্রদ্যুৎ বোস, ছিলেন মছলন্দপুর ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস ঘোষ ও বিশিষ্ট সাংবাদিক পাঁচুগোপাল হাজরা, ইন্দ্রজিৎ আইচ প্রমুখ।
সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজকর্মী দেবব্রত বিশ্বাস ও সম্পাদক ধীরাজ হাওলাদার উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে সুস্থ সংস্কৃতির চর্চা ও প্রসারে ইমন মাইম সেন্টার ও তার প্রাণপুরুষ ধীরাজ হাওলাদারের উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন।
সংস্থার সদস্যা অদ্বিতীয়া রায়ের কণ্ঠে কবিগুরুর সংগীতের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। স্বনামধন্যা নৃত্যশিক্ষিকা মীনাক্ষী পাঠকের নির্দেশনায় সংস্থার সদস্যাগণ পরিবেশিত কত্থকনৃত্যের অনুষ্ঠান সমবেত দর্শকমন্ডলীর প্রশংসা লাভ করে।
এদিন সংস্থার কচিকাঁচা কুশিলবগণ পরিবেশিত শিক্ষামূলক নাটিকা ‘ একটি ক্ষুদ্র বণ্য গপ্পো ‘ এবং নাটকের শহর গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী নাট্যদল নকসা প্রযোজিত মঞ্চসফল নাটক স্বার্থপর দর্শকদের মনোরঞ্জন করে। এদিন গোবরডাঙ্গা মুকুলিকা গানের স্কুলের শিল্পীগণ পরিবেশিত এবং অনিমা দাস নির্দেশিত দর্শক প্রশংসিত নাটক ‘প্লাটফর্ম ‘ দর্শক সাধারণের ভালো লাগে।
৪দিন ব্যাপী আয়োজিত উৎসবে আমন্ত্রিত নাট্যদলের নাটক ছাড়াও রয়েছে -মাইম মূকাভিনয়, ক্যারাটে, সংগীত ও নৃত্যের অনুষ্ঠান। এছাড়াও রয়েছে অঙ্কন, আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা। সংস্থার কর্ণধার ধীরাজ হাওলাদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান বেশ আকর্ষনীয় হয়ে ওঠে।