সাফল্যের শীর্ষে হেলেঞ্চার এটিএস একাডেমি। ওপেন ন্যাশনাল তাই কন্ডো চাম্পিয়নশীপ – ২০২৩ -এ একাডেমির পক্ষে অংশ গ্রহণকারী ৬, আর তারা জিতে আনলো ৫ সোনা ২ রূপা !!
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : কলকাতা এম-জি রোডে অবস্থিত এম.ভি.এস বিদ্যালয়ে প্রায় ২৬ জন কোচের তত্ত্বধানে অনুষ্ঠিত হল ৩ দিন ব্যাপী ওপেন ন্যাশনাল তাই কন্ট্রো চাম্পিয়নশীপ – ২০২৩। জানা গেছে, উক্ত তাই কন্ট্রো চাম্পিয়নশীপে ভারত বর্ষের ১৫টি রাজ্যের খেলোয়াররা অংশ গ্রহণ করে।
রাজ্য পশ্চিমবঙ্গের বাগদা ব্লকের স্বনামধন্য হেলেঞ্চা এটিএস একাডেমির কোচ জহিরুল ইসলাম ও একাডেমির ম্যানেজার কল্পনা বালার নেতৃত্বে একাডেমির মোট ৬ জন খেলয়ার অংশ নেয় এবং সবাই পুরস্কার ছিনিয়ে আনতে সক্ষম হয়।
অংশ গ্রহণ কারীদের মধ্যে শ্রেষ্ঠা বিশ্বাস (২৪ কেজি) সোনা, ববিতা বালা (৪৪ কেজি) সোনা, পূজা বিশ্বাস (৫৫ কেজি) সোনা, জনিফ ইসলাম বিশ্বাস (৪১ কেজি) সোনা, এবং ট্যেকনিক্যালেও সোনা। প্রিয়া মন্ডল (৪৪ কেজি) রূপা এবং প্রিয়া বিশ্বাস (৪৪ কেজি) রূপা জিততে সক্ষম হয়। হ্যাঁ, জনিফ একাই জিতে নিল ২ খানা সোনার মেডেল !!
উল্লেখ্য গত ২৭,২৮ ও ২৯শে ডিসেম্বর কলকাতাতে অনুষ্ঠিত চাম্পিয়নশীপটিতে বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, সাংসদ সুদীপ বন্ধোপাধ্যায়, বিনোদ কুমার, রবি শঙ্কর প্রমূখ।