রাজনৈতিক দলের খবর।

সারা ভারত কৃষক সভা বাগদা ব্লক কমিটির ডেপুটেশন বিডিওতে

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল ওয়েব ডেস্ক : দুর্নিতীমুক্ত ভাবে সাধারন মানুষের ১০০ দিনের কাজের স্থলে ২০০ দিন কাজের ব্যাবস্থা করতে হবে এবং মুজরী ৬০০ টাকা ধার্য্য করতে হবে, কোদলা, বেতনা নদী সহ বিভিন্ন বিল ও নালা সংস্কার করতে হবে,

মাথাপিছু ১০কেজি খাদ্য সহ ১৩টি নিত্য প্রয়োজনীয় সারা ভারতে সরবরাহ করতে হবে, কৃষকদের পাট পচানোর ব্যাপারে সহযোগীতা সহ উৎপাদিত পাটের মুল্য কুইনাটাল প্রতি ৮০০০ টাকা দিতে হবে, টেট ও এসএসসিতে দুর্নিতী বন্ধ করে শিক্ষিত বেকারদের চাকরী দিতে হবে।

এমন ১১ দফা দাবীর ভিত্তিতে বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকে দপ্তরে এক ডেপুটেশন দিল সিপিআইএমের সারা ভারত কৃষক সভার বাগদা ব্লক নেতৃত্ব।

গত ২৮শে জুলাই এই ডেপুটেশন প্রক্রিয়ায় এলাকার অসংখ্য বামপন্থী কর্মীদের মিছিল ও পথ সভায় বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সুনিল কর, সেলিম গায়েন, সুশান্ত চক্রবর্তী, পরিতোষ দত্ত, কবিতা হালদার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *