সেবার সাহিত্য সভায় কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা
নীরেশ ভৌমিক : জন্ম মাসে প্রখ্যাত মহিলা কবি কামিনী রায়ের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে গত ২৫ অক্টোবর মহাসমারোহে অনুষ্ঠিত হয় গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতি আয়োজিত ৭১ তম মাসিক সাহিত্য সভা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সমীর চট্টোপাধ্যায়। সমিতির সভাপতি হিমাদ্রী গোমস্তা তার স্বাগত ভাষনে সমিতির বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেন এবং সেই সঙ্গে আয়োজিত সাহিত্য সভা ও কবি সম্মেলনের সার্থকতা কামনা করেন।

বিশিষ্ট কবি পাঁচুগোপাল হাজরার পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস। শ্রী বিশ্বাস তাঁর বক্তব্যে বিশিষ্ট কবি কামিনী রায়ের জীবন ও তার কাব্য চর্চার উপর আলোকপাত করেন। এদিন স্বনামধন্য কবি বিবর দত্ত রচিত ‘আগুনের সহচরী’ গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বর্ষিয়ান কবি ও সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস।

এদিনের অনুষ্ঠিত কবি সম্মেলনে বিভিন্ন জেলা থেকে আগত কবি সাহিত্যিক’গণ স্বরচিত কবিতা ও সাহিত্য পাঠ করে শোনান। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গী শিল্পী বিমল রঞ্জন সরকার ও জয়ন্ত আদিত্য রায়। গুণীজন সংবর্ধনায় এদিন স্বনামখ্যাত কবি দীপক মন্ডলকে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র ও স্মারকসহ নানা উপহারের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

কবির হাতে নানা উপহার তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সভাপতি হিমাদ্রী বাবু ও প্রতিমা চক্রবর্তী। মানপত্র পাঠ করেন সেবার গাইঘাটা শাখার অন্যতম কর্মী প্রিয়াঙ্কা দেবনাথ। বিশিষ্ট কবি মিন্টু বাড়ৈ এর সুচারু সঞ্চালনায় এদিনের কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।













