সেবার সাহিত্য সভায় সংবর্ধিত নকশার কর্ণধার আশিস দাস

নীরেশ ভৌমিক : জন্ম মাসে সাহিত্যিক রাজশেখর বসুর (পরশুরাম) প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে গত ২৯ মার্চ মধ্যাহ্নে শুরু হয় গোবরডাঙ্গার সেবা ফার্মাস সমিতি আয়োজিত ৬৪ তম মাসিক সাহিত্য সভা।

বর্ষিয়ান কবি গৌরাঙ্গ দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস ও পাঁচুগোপাল হাজরা। সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার তাঁর স্বাগত ভাষণে আয়োজিত সাহিত্য সভার গুরুত্ব এবং সেই সঙ্গে সমিতির বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দান করেন।

এদিনের সাহিত্য সভায় অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনায় নাটকের শহর গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী নকসা নাট্য দলের প্রাণপুরুষ ও বিশিষ্ট নাট্য-নির্দেশক আশিস দাসকে উত্তরীয়, পুষ্পস্তবক, মানপত্র এবং সুদৃশ্য স্মারক সহ নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

মানপত্র পাঠ করেন সেবার অন্যতম সেবিকা সুমিত্রা দাস, উপহার সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা জানান সেবা সমিতির সভাপতি হিমাদ্রি গোমস্তা সম্পাদক গোবিন্দলাল মজুমদার ও সেবার বিশিষ্ট কর্মী প্রতিমা চক্রবর্তী প্রমূখ। নাট্য পরিচালক আশিস বাবু জেলার উল্লেখযোগ্য সমাজসেবি সংস্থা সেবা ফার্মাস সমিতির মাসিক সাহিত্য সভার আয়োজনকে সাধুবাদ জানান।

এদিন বিশিষ্ট কবি বিধান চন্দ্র মন্ডল প্রণীত ‘মেঘে ঢাকা সময়’ কাব্যগ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন সম্পাদক গোবিন্দ বাবু। সাহিত্য সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আশা কবি সাহিত্যিক’গণ স্বরচিত কবিতা ও রচনা পাঠ করে শোনান। প্রবীণ সংগীত শিল্পী অমিত দালাল ও আশিস ঘোষের মনোজ্ঞ সংগীত

এবং প্রখ্যাত বাচিক শিল্পী রুমা সাহার পরিচালনায় ছোটদের সমবেত কবিতা আবৃত্তির অনুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা লাভ করে। স্বরচিত কবিতা পাঠ করে শোনান বিশিষ্ট কবি বাসন্তী দেবনাথ। বিশিষ্ট লেখক পাঁচু গোপাল হাজরার সুচারু পরিচালনায় সেবা ফার্মাস সমিতি আয়োজিত ৬৪ তম সাহিত্য সভা বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।








