সেবার ৫৯ তম কবি সম্মেলনে সংবর্ধিত শিক্ষক ও কবি মিন্টু বাড়ৈ
নীরেশ ভৌমিক : জন্ম মাসে বিশিষ্ট কবি ও সঙ্গীতকার অতুলপ্রসাদ সেন ও বিশ্বখ্যাত কথা সাহিত্যিক সুকুমার রায় এর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ এর মধ্য দিয়ে গত ২৬ অক্টোবর মধ্যাহ্নে শুরু হল গোবরডাঙ্গার সেবা ফার্মার্স সমিতি আয়োজিত ৫৯ তম মাসিক সাহিত্য সভা কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা।
বিশিষ্ট কবি ও সাহিত্যিক বাসুদেব মুখোপাধ্যায়ের পৌরহিত্যে এদিনের সাহিত্য সভা সেবার অন্যতম সেবিকা সোনালী চক্রবর্তীর গাওয়া সংগীতের মধ্য দিয়ে সূচনা হয়। প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট সমাজসেবি হিমাদ্রী গোমস্তা তার ভাষণে উপস্থিত সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সমিতির বিভিন্ন সেবামূলক কাজ কর্মের খতিয়ান তুলে ধরেন।
স্বনামধন্য কবি ও গীতিকার অতুলপ্রসাদ সেন ও প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের জীবনীর উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দান করেন বাসুদেব মুখোপাধ্যায় ও প্রবীণ সাহিত্যিক ঋতুপর্ণ ঘোষ।
এদিনের সাহিত্য সভায় বিশিষ্ট বাংলা শিক্ষক ও নবীন কবি মিন্টু বাড়ৈ কে সেবা সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র এবং স্মারক সহ নানা উপহারের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
মানপত্র পাঠ করেন সোনালী চক্রবর্তী। উপহার সামগ্রী তুলে দেন সভাপতি হিমাদ্রী বাবু ও সেবার অন্যতম সেবিকা প্রতিমা চক্রবর্তী।এদিনের অনুষ্ঠিত কবি সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন।
ছোট্ট দিশা বিশ্বাস ও তথাগত মিস্ত্রির কবিতা আবৃত্তি এবং বিপুল ও পিয়ালী বিশ্বাসের কন্ঠে কবিতা আলেখ্য ‘মায়ের আদর’ উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।
সাহিত্য সভায় সমীর চট্টোপাধ্যায় ও টুলু সেনের কন্ঠের গান এবং একতারা হাতে জীবন সেনের গাওয়া লোকগান সকলকে মুগ্ধ করে। সেবা সমিতির অশোকনগর শাখার কর্মীদের পরিচালনায় এদিনের সাহিত্য সভা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।