সোনা আটক বাগদায়
পারফেক্ট টাইমওয়েব ডেস্ক : আবারও বাগদা ব্লকের হরিহরপুর সীমান্ত এলাকা থেকে বিএসএফের ৬৮ ব্যাটলিয়নের জওয়ানরা বাংলাদেশ থেকে পাচার হয়ে ভারতীয় ভূখন্ডে সন্দেহ ভাজন ব্যাক্তিকে তল্লাশি চালিয়ে ২৫ পিস সোনার বিস্কুট আটক করে বলে জানা গেছে। বিএসএফ কত্তৃক জব্দকৃত উক্ত ২৫ পিস সোনার বিস্কুটের ওজন ২ কেজি৯১৪.৪৬০ গ্রাম। যার বর্তমান ভারতীয় বাজার মুল্য ১ কোটি ৮০ লক্ষ ৪০ হাজার ৫ শত ৭ টাকা। ঘটনাটি গতকাল সকালের।