স্কুল থিয়েটার ওয়ার্কশপ সম্পন্ন হল হাবড়া মডেল হাইস্কুলে
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, বিগত ৭ই জানুয়ারি, ২০২৩ শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী ভারত সরকারের সংস্কৃতি দফতরের আর্থিক সহায়তায় হাবড়া মডেল হাইস্কুলে স্কুল থিয়েটার ওয়ার্কশপ এর কাজ সম্পন্ন করলো। কম বেশি প্রায় ত্রিশ জন ছাত্র অংশ গ্রহণ করে এই কর্মশালায়।
শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠীর নাট্যকার পরিচালক ও নাট্য প্রশিক্ষক ছাত্রদের প্রশিক্ষণ দেন। সহযোগিতা করেন দলের অভিনেতা সুজয় রাহা, অভিনেত্রী মাধুরী ঘোষ, শ্রাবণী সর্দার, রত্না দে পোদ্দার, রাতাস্রী দে এবং বিউটি সর্দার।
সমগ্র কর্মসূচির কাজ তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক সত্যজিত মন্ডল। এই প্রশিক্ষণ পেয়ে ছাত্ররা নাট্য চর্চায় এক নূতন উদ্যম খুঁজে পায়। ভূয়সী প্রশংসা করেন স্কুলের প্রধান শিক্ষক অর্নব ঘোষ, সত্যজিত মন্ডল ও অন্য শিক্ষকেরা। সবাই আশাবাদী যে এমন প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে স্কুল থেকে উন্নতমানের নাটকদল তৈরী করা সম্ভব।
প্রতি সপ্তাহে সেই ক্লাসও তারা শুরু করে দিয়েছে। ছাত্রেরা এমন প্রশিক্ষণ সহজেই অভিনয় রপ্ত করা সম্ভব হবে তাদের। সত্যজিত বাবু বলেন, এমন অভিজ্ঞতায় আমি মুগ্ধ ! পরবর্তী সময়ে দিলীপবাবু তথা তার দলের সহযোগীতা আমাদের বিশেষ ভাবে প্রয়োজন হবে।