‘স্বচ্ছতা-ই সেবা’ কর্মসূচী পালন করল হেলেঞ্চা ড.বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : হেলেঞ্চা ড.বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে গত ১৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত ‘স্বচ্ছতা-ই সেবা’ কর্মসূচী পালন করা হয়।
কলেজটির লক্ষমাত্রা ছিল ১০০ স্বেচ্ছাসেবক মিলে ২৫০ কেজি প্লাস্টিক (এক বার ব্যবহার করা) সংগ্রহ করা। তাঁদের দাবি তাঁরা লক্ষমাত্রার কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছেন।
উল্লেখ্য, গত ২৫শে সেপ্টেম্বর পূর্ব-নির্দেশ মোতাবেক সারা রাজ্যবাসীর মত হেলেঞ্চা কলেজও ‘স্বচ্ছতা-ই সেবা’ কর্মসূচীর ‘মেঘা ইভেন্ট’ পালন করে। ওই দিনও উক্ত কলেজের স্বেচ্ছাসেবকরা সাড়ে ৪২ কেজি প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি
সচেতনতামূলক ৱ্যালি এবং মানববন্ধন তৈরি করে। সবশেষে ২রা অক্টোবর কলেজে গান্ধী জন্মজয়ন্তী পালন করা হয় ও পাশাপাশি পরিবেশ মধ্যস্থ বর্জ্যবস্তু সংগ্রহ করা হয় এবং নির্দিষ্ট জায়গায় সেগুলিকে ফেলা হয়।
এছাড়াও সার্বিকভাবে কলেজ ক্যাম্পাস ও তার পার্শ্ববর্তী প্রায় সকল জায়গা, মন্ডবঘাটা বাজার, হেলেঞ্চা বাজার ও কলেজ পার্শ্বস্থ পাবলিক জায়গাগুলিতে তাঁরা একক ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ থেকে শুরু করে স্বচ্ছতার শপথ গ্রহন, মানববন্ধন কর্মসূচী, সচেতনতামূলক ৱ্যালি, নাটক, ওয়েস্ট আর্ট ইভেন্ট, ডিজিটাল লিটারেসির উপর দেওয়াল পত্রিকা প্রকাশ ও
সেমিনার, রক্তদান শিবির, পাঠাগার পরিষ্কার কর্মসূচী, এনএসএস দিবস পালন ছাড়াও দৃষ্টান্তমূলকভাবে উক্ত দিনেই প্রায় ৯১ জন এনএসএস স্বেচ্ছাসেবক “My Bharat Portal”-এর মাধ্যমে নিজেদের নাম কলেজ এনএসএস ইউনিটে নাম নথিভুক্ত করা সহ প্রভৃতি কর্মসূচী পালন করা হয়।
সবশেষে কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে এই দীর্ঘ অনুষ্ঠানের সঠিক ভাবে পরিচালনার জন্য এনএসএস-এর উপদেষ্টা কমিটডর প্রধান তথা ঐতিহ্যবাহী হেলেঞ্চা ড.বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় ড. চিত্তরঞ্জন দাস মহাশয়কে ধন্যবাদ সহ বিনম্র কৃতজ্ঞতা জানানো হয়। সেই সাথে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় RD NSS Kolkata কেও।