জেলার খবরস্বাস্থ্য

‘স্বচ্ছতা পাখওয়াড়া’ অভিযান অনুষ্ঠিত হল ঝাউডাঙ্গা সম্মিলনী হাই স্কুল (উঃ মাঃ)-এ


নীরেশ ভৌমিক : ‘স্বচ্ছতা পাখওয়াড়া’ অভিযান অনুষ্ঠিত হয়ে গেল ঝাউডাঙ্গা সম্মিলনী হাই স্কুল (উঃ মাঃ) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে।

মূল উদ্দেশ্য ছিল স্বচ্ছ ভারত মিশনের একটি পাক্ষিক অনুষ্ঠান তার মাধ্যমে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অভিভাবক অভিভাবিকাদের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা করা।

মাননীয় প্রধান শিক্ষক কালিরঞ্জন রায় মহাশয় বলেন,” আমরা ১লা সেপ্টেম্বর ২০২৩ থেকে ১৫ ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বিভিন্ন দিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনগুলো উদযাপন করেছি।

যেমন – হাত ধোয়া, রাস্তাঘাট পরিস্কার, ছাত্র ছাত্রীদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, কবিতা, রচনা, স্লোগান লেখা , বক্তৃতা, কুইজ,ইত্যাদির মাধ্যমে স্বচ্ছতা বিষয়ে জ্ঞান অর্জন করে নিজে ও নিজের পরিবারকে সুস্থ রাখতে পারে। সবশেষে সফল প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *