কৃষিরাজ্যস্বাস্থ্য

স্বরূপনগরে ইফকোর উদ্যোগে অনুষ্টিত হল গবাদি পশুর চিকিৎসা শিবির

নীরেশ ভৌমিক : গত ৫ মার্চ স্বরূপনগর ব্লকের নিশ্চিন্তপুরে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার (IFFCO)-এর উদ্যোগে ও ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হল এক পশু স্বাস্থ্য শিবির।

উক্ত শিবিরে পশু চিকিৎসার জন্য এলেকার ৫২ জন কৃষিজীবী মানুষ তাঁদের গৃহপালিত গরু ও ছাগল চিকিৎসার জন্য নিয়ে আসেন। ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার মিঃ রীতেশ ঝা জানান,

ওই এলেকার কৃষিজীবী ও পশুপালকগন এদিন ৮২ টি গবাদি পশুকে স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করান। পশু চিকিৎসক উপস্থিত পশুপালক কৃষকগণকে তাঁদের গৃহপালিত পশুদের স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয়

পরামর্শ দেন এবং বিনামূল্যে ঔষধ ও প্রদান করেন। এলেকার কৃষিজীবী মানুষজন ইফকোর এই মহতী উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *