জেলার খবরবিনোদন

স্বাধীনতা দিবস ও প্রতিষ্ঠা দিবস উদযাপন ঠাকুরনগর পরশ সোস্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনের

নীরেশ ভৌমিক : মহা সমারোহে ১৫ই আগষ্ট ২০২৩ স্বাধীনতা দিবস ও ঠাকুরনগর পরশ সোস্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠা দিবস পালন করল উক্ত অর্গানাইজেশন। সকালে পতাকা উত্তোলন এবং সংস্থার ঘরে দলের জন্মদিন পালিত হল মূকাভিনয় নাচ গান ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে।

সন্ধ্যায় ঠাকুরগর মিলন সংঘে অনুষ্ঠিত হয় মূকাভিনয় কোজাগরী, নির্দেশনা শাশ্বত বিশ্বাস , (আর্থিক সহযোগিতায় সংগীত নাটক একাডেমী সাংস্কৃতিক দপ্তর ভারত সরকার) ঐদিন মিলন সংঘের পূর্ণ ঘরে দর্শক আনন্দিত পরশের নতুন মূকাভিনয় দেখে ।

উপস্থিত ছিলেন সমাজসেবি বৈদ্যনাথ দলপতি , নিরেশ ভৌমিক , মিন্টু মজুমদার প্রমুখ সংস্থার অন্যতম সদস্য মিঠু বিশ্বাস, সভাপতি অঞ্জন বিশ্বাস এবং সকল সদস্যরা আগামীতে আরও ভাল ও সুন্দর সুন্দর মূকাভিনয় পরিবেশন করবেন এই আশ্বাস দেন।

পরশ সোস্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন সারা বছর বিভিন্ন সমাজ সেবামূলক ও সাংস্কৃতিক কাজ করে থাকে। সংস্থার অন্যতম সদস্য মিঠু বিশ্বাস জানান আগামীতে দলের বিভিন্ন বড় অনুষ্ঠানের পরিকল্পনা আছে শুধু সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *