আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানখেলার খবর।জেলার খবর

স্বাধীনতা দিবসে প্রাক্তন খেলোয়ারদের ফুটবল টুর্নামেন্ট চাঁদপাড়ায়

নীরেশ ভৌমিক :- ১৫ ই আগস্ট দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসে আকর্ষণীয় এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে চাঁদপাড়ার ‘সুরবানী থিয়েটার’গ্ৰুপ এর সদস‍্যরা।

এদিন সকালে চাঁদপাড়ার নিন্মবুনিয়াদী স্কুল মাঠে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও সুরবানীর সংগীত শিল্পীগনের গাওয়া দেশাত্মবোধক সংগীতের মধ‍্যে দিয়ে আয়োজিত টুর্নামেন্টর সূচনা হয়।

সংগঠনের সদস‍্য প্রাক্তন ফুটবলারগন নেতাজী সুভাষ,ঋষি অরবিন্দ,ভগৎসিং ও বাঘাযতীন একাদশ, এই চারটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করেন। মধ‍্যাহ্নে চূড়ান্ত পর্বের খেলায় ৪_১ গোলে ঋষি অরবিন্দ একাদশকে পরাস্ত করে টুর্নামেন্টের সেরার শিরোপা অর্জন করে ভগৎসিং একাদশ।

ফাইনাল খেলার পূর্বে জুনিয়র টিমের খেলোয়াড়দের একটি প্রদর্শনী ফুটবল ম‍্যাচ বেশ আকর্ষণীয় হয়ে উঠে। অন‍্যতম সংগঠন তনয় সাহা বলেন,এই জুনিয়র খেলোয়াড়রাই আমাদের ভবিষ্যৎ।

অন‍্যতম খেলোয়াড় বিপ্লব বিশ্বাস জানান খেলা শেষে টুর্নামেন্টের বিজয়ী ও বিজেতা দলের অধিনায়কের হাতে সুদৃশ্য ট্রপি তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিটি খেলার ম‍্যান অফ দ‍্য ম‍্যাচ ও ম‍্যান অফ দ‍্য টুর্নামেন্টেরপুরস্কার প্রদান করা হয়। খেলা পরিচালনায় ছিলেন মিঠুন বিশ্বাস, সঞ্জীব দাস ও অহীতোষ সাহা।

ক্রিড়া প্রেমী বিশ্বজিৎ সাহা (সেন্টু)গোলক ভট্টাচার্য ও অমল মজুমদারের ধারাভাষ্য মাঠে উপস্থিত দর্শক সাধারনের প্রসংশা লাভ করে। এদিন মধ‍্যাহ্নের তীব্র দহন উপেক্ষা করে বেশ কিছু ফুটবল প্রেমী দর্শক টুর্নামেন্টের প্রতিটি খেলা বেশ উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *