স্বামী বিবেকানন্দের ১৬১ তম আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষ্যে নানা অনুষ্ঠান
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে দীপ্যমান সাহা ও তারক বিশ্বাসের রিপোর্ট : বাগদা, স্বামী বিবেকানন্দ, ১৬১ তম আবির্ভাব দিবস তথা যুব দিবস উদযাপন উপলক্ষ্যে আজ ১২ ই জানুয়ারি বাগদা ব্লকের বিভিন্ন সংগঠন ও স্কুল গুলো বিভিন্ন প্রকার কর্মসূচী গ্রহন করে।
হেলেঞ্চা ব্যাবসায়ী সমিতি দুই দিন ব্যাপী এক গুচ্ছো কর্মসূচী গ্রহন করে। আজ সকালে বাগদা কাষ্টম অফিসের সামনে থেকে হেলেঞ্চা পর্যন্ত ব্লকের মেয়েদের ৫ কিঃ মিঃ রাস্তায় ম্যারাথন দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
ওই সময়ে বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্য উপস্থিত ছিলেন, প্রবীর কীর্ত্তনীয়া, অঘোর হালদার, পরিতোষ কুমার সাহা, ডাঃ অলোক দাস, নির্মল বিশ্বাস, বিনয় চন্দ্র রায় প্রমূখ।
দিবসটি উদযাপনে হেলেঞ্চা ব্যাবসায়ী সমিতি প্রতিযোগীতা মূলক ভাবে মহিলা ও পুরুষদের বিভিন্ন প্রকার দৌড়, বসে আঁকো, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, নাটক, কুইজ, দাবা, মহিলা ও পুরুষদের লং জাম্প, ভলিবল ইত্যাদি।
হেলেঞ্চা ও কোলা স্কুলের ছাত্র ছাত্রীরা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি সহ ট্যাবলো সহকারে মার্জিত রোড-শো করে এলাকার মানুষের প্রশংসা কুড়ায়।