হেলেঞ্চায় অনুষ্ঠিত হল শ্রদ্ধেয় নারায়ণ বিশ্বাসের স্মরন সভা
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ ২১ এপ্রিল ২০২৩ অনুষ্ঠিত হল সমাজ হিতৈষী, ঐকতানের প্রাণ পুরুষ, নাট্য ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, শ্রদ্ধেয় নারায়ণ বিশ্বাসের স্মরণ সভা।
জানা গেছে, নারায়ণ বাবু গত ২৬ মার্চ ২০২৩ দীর্ঘ দিন অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন। এ উপলক্ষ্যে হেলেঞ্চা স্পোটিং ক্লাব প্রাঙ্গনে মহত্মার স্মরণ সভার আয়োজন করেন ভারতীয় গণনাট্য সংঘ ও ঐকতান শাখা।
অনুষ্ঠানে সর্ব্বাঙ্গীন সহযোগিতা করেন হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব। ঐকতান শাখার পক্ষ থেকে নারায়ণ বিশ্বাসের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে প্রকাশিত, হয় পত্রিকা স্মরণ’। উক্ত পত্রিকার মোড়ক উন্মোচন করেন নারায়ণ বিশ্বাসের সহধর্মিনী পারুল বিশ্বাস ও কবি লালমোহন বিশ্বাস।
স্মৃতিচারণ করেন পারুল বিশ্বাস, কন্যা নন্দিনী বিশ্বাস, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অর্ধেন্দু বিশ্বাস, সাহিত্যিক বাদল কৃষ্ণ সরকার, আমডোব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুভাষদেব বর্মন, মামাভাগিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ ঘোষ,
প্রাক্তন শিক্ষক সমর শীল, সাহিত্যিক শুভঙ্কর সাহা, নাট্যকর্মি আজিজ মন্ডল, লুৎফর রহমান, নাট্য কর্মি তপন বসু, শচীনবিশ্বাস, আনন্দ তরফদার প্রমূখ। সংগীত পরিবেশন করেন তাপস মণ্ডল, প্রবীর চ্যাটার্জী, অঙ্কিতা মন্ডল, পরশিয়া বিশ্বাস, পরেশ সরকার, ঝুনু গাইন অরণ্য সেন।
সঙ্গত করেন প্রণয় দেবনাথ, অপূর্ব বিশ্বাস ও প্রশান্ত হালদার।
আবৃত্তি পরিবেশন করেন অমৃতা রায়, সমীর সেন, অপূর্ব বিশ্বাস প্রমূখ। এই স্মরন সভায় স্থানীয় মানুষের উপস্থিতিত ছিল চোখে পড়ার মত।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালক ছিলেন ঐকতানের সম্পাদক নাট্য ব্যক্তিত্ব সত্য চন্দ্র মোদক।