হেলেঞ্চা আপনজন ক্লাবে শীতবস্ত্র বিতরণ
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : হেলেঞ্চা-বৈঁচিডাঙ্গার আপনজন ক্লাব এ বছর ৫১ তম বর্ষে শ্যামা মায়ের আরাধনায় ব্রতি হয়েছে। পুজোর চতুর্থ দিনে ক্লাবের পরিচালনায়, স্বর্গীয় নারায়ণ চন্দ্র সরকার, স্বর্গীয় নিরঞ্জন প্রসাদ মজুমদার, স্বর্গীয় অধীর কুমার সরকার,
এবং স্বর্গীয় সুনীল বৈদ্যের স্মৃতিতে ৪০ জন দুঃস্থ মানুষের হাতে দু’টি করে শীতবস্ত্র (কম্বল) তুলে দিয়েছেন। অনুষ্ঠানটির শুভ সূচনা হয় স্বপন মন্ডল এবং বাদল কৃষ্ণ সরকার মহাশয়ের হাত দিয়ে।
এছাড়াও উপস্থিত ছিলেন বুবাই মজুমদার, বিকাশ বরন বিশ্বাস, অমিত বিশ্বাস, সুজল বৈদ্য, সমৃদ্ধি বৈদ্য এবং ক্লাব সম্পাদক চন্দন সরকার সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে বাদল কৃষ্ণ সরকার মহাশয় কবিতা পাঠ করেন এবং স্বপন মন্ডল মহাশয় তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
ক্লাব সম্পাদক চন্দন সরকার বলেন, “তাঁরা আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান আরো বড় করে করবেন যাতে, সাধারণ অসহায় মানুষ একটু হলেও খুশি হতে পারেন।”