হেলেঞ্চার ‘সংশপ্তক’ বিশ্ব নাট্য দিবস পালন করলো বৈকোলায়

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : সংশপ্তক বিশ্ব নাট্য দিবস পালন করলো বৈকোলায়। অনুষ্ঠানের সুচনা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সত্য চন্দ্র মোদক।

প্রথমেই বিশিষ্ট নাট্য পরিচালক প্রয়াত নারায়ণ বিশ্বাসের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করেন এবং বিশ্ব নাট্য দিবস এর তাৎপর্য ব্যাখ্যা করেন শ্রী সত্য মোদক।

এরপর সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী মনিকা শীল, তাপস মন্ডল, কৌস্তুভ গাঙ্গুলী, অঙ্কিতা মন্ডল, আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী তন্ময় বালা,প্রশান্ত বিশ্বাস,মাধুরী সরকার, যন্ত্র সঙ্গী অপূর্ব বিশ্বাস,

প্রণয় দেবনাথ,শ্রুতি নাটক পরিবেশন করেন সমীর সেন, তিথি সেন। উপস্থিত ছিলেন তাপস রায়,সন্তু বালা,কৃতান্ত রায়,প্রশান্ত হালদার বিশ্বজিত বৈরাগী প্রমূখ।








