আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবর

২১ ফেব্রুয়ারী মছলন্দপুর পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হলো মছলন্দপুর ইমন মাইম সেন্টারের অণু নাটক “আমাদের ভারত বিকশিত ভারত”

নীরেশ ভৌমিক: ২১ ফেব্রুয়ারী মছলন্দপুর পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হলো মছলন্দপুর ইমন মাইম সেন্টারের অণু নাটক “আমাদের ভারত বিকশিত ভারত”। ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ভারতবর্ষের সর্ববৃহৎ নাট্য উৎসব “ভারত রঙ্গ মহোৎসব”-এর এবছর ২৫ তম বর্ষ।

এই উপলক্ষে সারা ভারতের ২০০০ এর বেশি নাট্য দল ভারত রঙ্গ মহোৎসবের অন্তর্গত বিশেষ আয়োজন “জন ভারত রঙ্গ”-এ অংশগ্রহণ করে। মছলন্দপুর ইমন মাইম সেন্টার-ও এই আয়োজনের শরিক হিসাবে নিজ উদ্যোগে নির্মিত পদাতিক মঞ্চে মঞ্চস্থ করল অণু নাটক “আমাদের ভারত বিকশিত ভারত”। ধীরাজ হাওলাদার-এর পরিচালনায় মোট ২২জন কলাকুশলী এই নাটকে অংশগ্রহণ করেন। অভিনয়ে বিশেষভাবে উল্লেখ করার মত অনুপ মল্লিক, শ্রেয়া দাস, সৃজা হাওলাদার, সায়ন প্রামাণিক, সুজিত বণিক-রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *