২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালিত হল গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যেগে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যেগে পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস। ৫০ জন যোগা শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেন।
যোগা দিবসের প্রাসঙ্গিকতা ও যোগভ্যাসের প্রয়োজনীয়তা ব্যক্ত করে অনুষ্ঠানের সূচনা করেন জাতীয় যোগা জাজ-কোচ ও ফিজিওথেরাপিস্ট শ্রীগণেশচন্দ্র পাল।
উপস্থিত ছিলেন সরোজকান্তি চক্রবর্তী, নীরেশ ভৌমিক, আশীষ কুমার ঘোষ, পাঁচুগোপাল হাজরা, উদয়শঙ্কর দাস, সমরেশ বিশ্বাস, মলয় দাস, মিহিরলাল চক্রবর্তী, দেবশ্রী মুখার্জী, সন্দীপন মান্না প্রমুখ।
যোগা উৎসবে অংশগ্রহণকারী ৫০জন শিক্ষার্থীকে যোগার জাতীয় জাজ-কোচ শিক্ষক শ্রী গণেশচন্দ্র পাল, বেশ কয়েকটি ব্যয়াম ও যোগা অভ্যাস করান।
যোগা দিবসের তাৎপর্য, যোগার প্রয়োজনীয়তা ও অন্যান্য বিষয়ে বক্তব্য তুলে ধরেন পলাশ মণ্ডল, সরোজকান্তি চক্রবর্তী, আশিসকুমার ঘোষ প্রমুখ।
সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য বলেন, আগামী প্রজন্মের কাছে শরীর চর্চা ও যোগা প্রয়োজনীয়তা উপলব্ধি করাতে এই আয়োজন তিনি আরও বলেন পাঠক্রমে ব্যায়াম ও যোগার অন্তর্ভুক্তি করন বিশেষ প্রয়োজন তাহলে ছোট থেকেই ছেলেমেয়েরা এই চর্চায় নিয়োজিত হবে।