৭০ বছরের শ্বশুরের সঙ্গে ২৮ বছরের পুত্র বধুর বিয়ের ঘটনায় অবাক গ্রাম !
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ৭০ বছর বয়সের শ্বশুর ২৮ বছরের পুত্র বধুকে বিয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। ১২ বছর আগে স্ত্রী মারা যাবার পর থেকে তিন ছেলে ও পুত্রবধূকে নিয়েই ছিল তার সংসার। তার কিছু দিন পর তার ছোট ছেলেও মারা যায়। তার কিছু দিন পর লুকিয়ে নিজের পুত্র বধুকেই বিয়ে করে বসেন শ্বশুর। প্রথমে গ্রামের লোক বিযষয়টি জানতে না পারলেও শ্বশুর পুত্র বধুর বিয়ের সিঁদুর দানের ছবি প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে যায় গ্রামে। জানা গেছে, উক্ত শ্বশুরের নাম কৈলাস যাদব। তিনি পেশায় একজন চৌকিদার। আর তার বাড়ি ভারতের গোরক্ষপুরের ছাপিয়া উমরাও গ্রামে।
সংবাদ সূত্র :- ইন্টারনেট দুনিয়া