উৎসবছবিতেই সংবাদজেলার খবরধর্মীয় খবর।

বনগাঁ মহকুমার কালীপুজো পরিক্রমা – ২০২৪

চাঁদপাড়া মিলনচক্র ক্লাব

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : কালীপূজা হচ্ছে শক্তির পূজা। পৃথিবীর সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির আবির্ভাব ঘটাতেই এই মাতৃ বন্দনা। ন্যায়ের জয় প্রতিষ্ঠা পাশাপাশি পারলৌকিক আঁধার সরিয়ে ফেলার কামনায় কালীমাতার পাদপদ্মে ভক্তির নৈবেদ্য দেবার প্রত্যাশাই এই কালীপূজোকে ঘিরে বনগাঁ মহকুমার বিভিন্ন ক্লাব সংগঠন হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচি। ধনত্রয়োদশী তথা ‘ধনতেরাস’কে ঘিরে সমগ্র ভারতবর্ষে উৎসবের বহুমাত্রিক ধর্মীয় মহাযজ্ঞ শেষে শিশির ঝরা হেমন্তের এক শুভলগ্নে ঘোর অমাবস্যা তিথিতে হিন্দু সম্প্রদায় মেতেছিল শ্যামা মায়ের আরাধনায়। অমাবস্যার রাত সাজানো হয়েছিল প্রদীপ জ্বালিয়ে। আলোতে আলোতে উদ্ভাসিত হয়েছিল চারিদিক। সনাতনীদের বিশ্বাস, এ মাহেন্দ্রলগ্নেই আবির্ভাব ঘটেছিল মাকালীর।

চাঁদপাড়া চৌরঙ্গী

ফ্রেন্ডস মিউজিক্যাল গ্রুপ (ঢাকুরিয়া)

ঢাকুরিয়া কালীবাড়ী

সেকাটি এগিয়ে চলো নবীন সংঘ

তরুণ দল (ঢাকুরিয়া)

তরুণ দল (ঢাকুরিয়া)

চাঁদপাড়া চৌরঙ্গী ক্লাব

সুর্য্য সংঘ দেবীপূর চাঁদপাড়া

সুর্য্য সংঘ দেবীপূর চাঁদপাড়া

নবীন স্বামীজি সংঘ দেবীপুর চাঁদপাড়া

গৌরবজ্জ্বল সংঘর্ষ নমস্কার

ঢাকুরিয়া ইয়ংষ্টার ক্লাব

চাঁদপাড়া

বাগদা একাদশ ক্লাব

বাগদা একাদশ ক্লাব

আষাঢ়ু যুবক সংঘ

হেলেঞ্চা দিঘিরপাড় যুব গোষ্ঠী

হেলেঞ্চা আপনজন ক্লাব

হেলেঞ্চা আপনজন ক্লাব

হেলেঞ্চা দিঘিরপাড় যুব গোষ্ঠী

হেলেঞ্চা সবুজ সংঘ

হেলেঞ্চা ৩ নং রামকৃষ্ণ স্মৃতি সংঘ

হেলেঞ্চা নবারূন সংঘ

হেলেঞ্চা ডাঃ বি. আর. আম্বেদকর জিমন্যাস্টিক ক্লাব

হেলেঞ্চা যোগেন্দ্র স্মৃতি সংঘ

হেলেঞ্চা ৫ নং কলোনী

হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব

প্রগতিশীল যুব সংস্থা চাঁদপাড়া

নেতাজী সংঘ চাঁদপাড়া

পারফেক্ট টাইম নিউজ পোর্টালের পক্ষ থেকে তথ্য ও ছবির জন্য কৃতজ্ঞ স্বীকার :- গোবিন্দলাল বিশ্বাস (কূহু কেকা), নীরেশ ভৌমিক (চাঁদপাড়া), বিশ্বজিত বাবু (আষাঢ়ু),দীপ্যমান সাহা (বাগদা), অরিন্দম বিশ্বাস (হেলেঞ্চা ২নং) প্রমূখকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *