অনুষ্ঠানজেলার খবরবিনোদন

একদিনের অন্তরঙ্গ নাট্যোৎসব অনুষ্ঠিত হল রবীন্দ্র নাট্য সংস্থার থিয়েটার স্পেসে

নীরেশ ভৌমিক : ফোরাম ফর ইনটিমেট থিয়েটার এক্টিভিট অর্থাৎ ‘ফিটা’ -র উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনের অন্তরঙ্গ নাট্যোৎসব। রবীন্দ্র নাট্য সংস্থার থিয়েটার স্পেসে এই উৎসবে ‘ফিটা’এর চারটি দল অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠিত হয়েছিল কোলকাতা বিভবন প্রযোজনা অন্যপথ, নির্দেশনা সুপ্রিয় সমাজদার। খরদা থিয়েটার জোন প্রযোজনা অর্পণ, নির্দেশনা তপন দাস।

রবীন্দ্র নাট্য সংস্থা প্রযোজনা বলাই, নির্দেশনা বিশ্বনাথ ভট্টাচার্য। এবং দমদম চক্রবাক প্রযোজনা ভয়, নির্দেশনা সঞ্জয় চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে চারজন পরিচালক, ‘ফিটা’- র উদ্দেশ্য ও কাজ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। থিয়েটারের একটি স্বতন্ত্র ধারা, অন্তরঙ্গ প্রতিটি নাটক উপস্থিত দর্শকদের প্রশংসা লাভ করে।

দীর্ঘ ১৬ বছর ধরে এই ফোরাম অন্তরঙ্গ নাটক নিয়ে কাজ করে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। প্রতিটি নাটক শেষে ফিটার পক্ষ থেকে প্রত্যেক দলের হাতে স্মারক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *