‘হীরামোহন পাগলের জন্মোৎসব উপলক্ষ্যে’ বৈষ্ণবদাস ঠাকুরের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল মতুয়া মহোৎসব হল

রাজু সরকার : পরমব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের তৃতীয় ভ্রাতা শ্রী শ্রী বৈষ্ণবদাস ঠাকুরের ষষ্ঠ বংশধর শ্রী বিপ্লব ঠাকুরের বাড়ি গাঁতিগ্ৰাম ঠাকুরনগরে গত ৬ ই ফাল্গুন বুধবার ১৪৩১ ইং ১৯ শে ফ্রেব্রুয়ারী ২০২৫

বৈষ্ণবদাস ঠাকুরের মন্দির প্রাঙ্গণে মতুয়া মহোৎসব হল ‘হীরামোহন পাগলের জন্মোৎসব উপলক্ষে’ প্রায় ৫০ জন মতুয়া’রা এসেছিলেন এবং রানাঘাট থেকে এসেছিলেন সুকেশ মিত্র নামে মতুয়া নেতা তিনি মতুয়াদের উপরে বক্তব্য রাখেন।

প্রায় শতাধিক মতুয়া ও পাড়া প্রতিবেশী দুপুরে ভোগ আহার করেন এবং আরো আরো কিছু গোসাইরা আসেন। অনুষ্ঠানে উপস্থিত বিপ্লবের কবি আর সরকার আলোক চিত্র তোলেন এবং তাঁকে বিপ্লব বলেন আগামীতে অনেক কর্মসূচি আছে এই মতুয়া আন্দোলন নিয়ে।

হরিচাঁদ কৃপা করলে একটি নাট মন্দির করবে মতুয়া ভক্তবৃন্দের জন্য।গ্ৰামবাসী’রা এগিয়ে আসলে খুবই ভালো হয় তরুণ বংধর বিপ্লব ঠাকুর একটি গুরুচাঁদ ঠাকুরের মূতি করার প্রবল ইচ্ছেশক্তি হয়েছে তিনি এর মধ্যে অনেক মতুয়া সভায় বক্তব্য রেখেছেন নদীয়া,কলকাতা সহো বিভিন্ন স্থানে।

গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা ও কর্ম,দর্শন মতুয়াদের মধ্যে তিনি ছড়িয়ে দিয়ে চলেছেন, হয়তো একদিন মতুয়ারা গুরুচাঁদ ঠাকুরের উপরে অনেক তথ্য, শিক্ষা, দর্শন ও কর্ম জানতে পারবে। তাই বিপ্লব ঠাকুর নিরবে কাজ করে চলেছেন।।








