অন্যান্য।অরাজনৈতিকজেলার খবরপ্রতিভার সন্ধানেশিক্ষাসর্ম্বধনা

অনুষ্ঠিত হল সত্যানন্দ বিদ্যানিকেতনে বার্ষিক অংকন পরীক্ষা ও অংকনে কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদার ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম স্কুল,”সত্যানন্দ বিদ্যানিকেতনে” মহা-সমারোহে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বার্ষিক অংকন পরীক্ষা ও কমপক্ষে ৭৫% এর উপরে নং প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে অতিথি বরন ও ৫ জন ছোট্ট বালিকার অনবদ্য নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি

নীল রতন মৃধা, বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য বিদ্যাধর বৈদ্য, বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য তথা বাগদা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্যা প্রতিমা বিশ্বাস, একাধিক পুরস্কার প্রাপ্ত বয়স্ক ক্রীড়াবীদ সমরেন্দ্র দেবনাথ, নির্মল ঢালী, আমির আলী, অসীম সর্দার, নির্মল মিত্র,

বিশিষ্ট সাংবাদিক উত্তম কুমার সাহা, বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য তথা বিশিষ্ট শিক্ষক সঞ্জয় পাল, শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মলেন্দু মিত্র, বিদ্যালয়ের শিক্ষক তাপস বিশ্বাস, বিদ্যালয়ের অংকন শিক্ষক দিব্যেন্দু মন্ডল, নিলয় বিশ্বাস, তন্ময় সর্দার প্রমূখ।

এই অনুষ্ঠান থেকে উপস্থিত বিশিষ্ট জন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে ৯১৫ জনের মধ্যে অংকনে অসামান্য সাফল্যের জন্য যাদেরকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হল, তাদের নাম রূপসা কারিগর, সাথী চক্রবর্তী,

দীপা সেন সহ মোট ১৫৩ জন ছাত্র-ছাত্রীকে।সমগ্র অনুষ্ঠানটি সত্যানন্দ বিদ্যানিকেতনের সুমিষ্টভাষী শিক্ষক কথার জাদুকর বাপ্পা রায়ের সঞ্চালনায় সমৃদ্ধ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *