আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবররাজনৈতিক দলের খবর।সর্ম্বধনা

তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে সম্বর্ধনা দিল, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস প্যারাটিচার, শিক্ষা কর্মী ও শিক্ষা সহায়ক সমিতি

নীরেশ ভৌমিক, বনগাঁ : বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস দলীয় সম্মানীয় সভাপতি বিশ্বজিৎ দাস মহাশয় কে সম্বর্ধনা দিলো বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস প্যারাটিচার, শিক্ষা কর্মী ও শিক্ষা সহায়ক সমিতির পূর্ণাঙ্গ কমিটি এর পক্ষ থেকে গত ফেব্রুয়ারি ৮ তারিখ ২০২৫ শনিবার।

উক্ত শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নব মনোনীত জেলা সহ সভাপতি নিলয় দাস, কার্যকরী সভপতি বরেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক শুভঙ্কর মন্ডল, সহ সম্পাদিকা শংকরী সরকার, বর্ষীয়ান শিক্ষক মলয় মন্ডল, অলোক বাবু, সংগঠনের বনগাঁ উত্তর বিধান সভা সভাপতি পঙ্কজ রায়, বনগাঁ দক্ষিণ বিধানসভা সভাপতি নারদ বিশ্বাস সহ জেলা, ব্লক নেতা ও নেত্রী গণ।

সংগঠনের পক্ষে মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয়ের হাতে পুষ্পস্তবক ও মিষ্টি তুলে দেন শিক্ষিকা শংকারী সরকার।সংগঠন পরিচালনায় তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন বিশ্বজিৎ দাস মহাশয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *