বাগদা পুরাতন বাজারে কালীপুজোর চমক
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার তারক বিশ্বাস : বাগদা পুরাতন বাজারে কালীপুজোর এবার বড় চমক, হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, কালীপুজোর আগের দীপান্বিতা আমাবশ্যয় প্রদীপ আর নানা রঙের আলোয় সেজে উঠবে গোটা দেশ বাংলার বিভিন্ন জায়গা চলছে কালী পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, উত্তর চব্বিশ পরগনা বাগদাতে এবার সব থেকে বড় কালী পূজা, অসাধারণ মন্ডপ তৈরি হচ্ছে বাঁশের কুঞ্চি গাঁজার কলকে মাটির প্রদীপ নানা রকম কারুকার্য দিয়ে তৈরি হচ্ছে বাগদা পুরাতন বাজারে কালীপুজোর মন্ডপ ,
রাস্তার চারিপাশে অসাধারণ সব লাইটিং, শিল্পীরা শেষ মুহূর্তে কাজ চলছে জোর কদমে,পাশাপাশি দর্শনার্থীদের ভিড় সামলাতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবার,গত দুই বছর করুনা বিধি নিষেদের জেরে মন্ডপে দর্শনার্থীর ভিড় সেরকম ছিল না, তবে এ বছর দর্শনাদির চাপ অনেকটাই বেশি থাকবে।