আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

INTERNATIONALপ্রতিভার সন্ধানেশিক্ষা

We are proud of your achievements.”আপনার কৃতিত্বে আমরা গর্বিত” সব সময়ই ১৪০ কোটি ভারতীয় আপনার কৃতিত্বে গর্ববোধ করে। হাজার হাজার মাইল দূরে থাকলেও আপনি রয়েছেন আমাদের হৃদয়ে। ভারতীয়রা আপনার সুস্থতা ও সাফল্য কামনা করে। – প্রধান মন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী।

(হাসিমুখে বেরিয়ে আসছেন মহাকাশজয়ী সুনীতা উইলিয়ামস)

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘ ২৮৬ দিন কাটানোর পর পৃথিবীর মাটি স্পর্শ করলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। তাঁদের স্ক্র ড্রাগন ক্যাপসুলিট আটলান্টিক মহাসাগরের নোনা জল ছুঁতেই আনন্দের জোয়ারে ভেসেছে সুনিতার পৈত্রিক গ্রাম গুজরাটের মেহসানা জেলার ‘ঝুলাসন’ সহ সমগ্র ভারতবর্ষ।

নাচ গান আর আতশবাজির রোসনাইতে মেতেছে দেশ। সুনীতার পারিবারিক সুত্রে প্রকাশ, দীর্ঘ দিনের মধ্যাকর্ষন জনিত সমস্যা কাটিয়ে ওঠার পর উচ্ছ্বস্বিত জন্মভূমির মানুষের আশীর্বাদ নিতে তথা প্রধান মন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নিমন্ত্রণে শীঘ্রই ভারতে আসবেন সুনীতা উইলিয়ামস।

(ফাইল চিত্র)

মহাকাশযানের প্রযুক্তিগত ত্রুটির কারণে অপ্রত্যাশিতভাবে ৮ দিনের সফর সারতে দীর্ঘ ৯ মাস মহাকাশে থাকতে হয়েছিল তাঁদের। তারপরও নিরাপদে পৃথিবীতে ফিরতে সক্ষম হয়েছেন সুনিতারা। সুত্রের খবর, সুনীতা প্রথম যিনি মহাকাশ স্টেশনে সিঙাড়া খেয়েছেন।

তাই ভারতে ফিরলে তাঁর জন্য গুজরাটের গ্রামে একটি সিঙাড়া পার্টির আয়োজন করার পরিকল্পনা রয়েছে উচ্ছ্বস্বিত পরিজনদের। অপরদিকে স্বাভাবিকভাবেই উচ্ছ্বস্বিত ‘সুনীতার’ ভারতীয় ভক্তরাও বুনে চলেছেন স্বপ্নের জাল। তারা হয়তো জানতে চাইবে, মহাকাশযানে থেকে পৃথিবীকে “মিস্ করার কথা”, মহাকাশে যেয়ে একজন মানুষের অতিমানব হয়ে ওঠার সেই অসামান্য অভিজ্ঞতার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *