রাজনৈতিক দলের খবর।

ভোট লুটেরাদের ডান্ডা মেরে ঠান্ডা করার নিদান বাম নেতৃত্বের

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া,  প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাস গৃহ পাবার উপযুক্ত সমস্ত মানুষের নাম নথিভুক্ত করার দাবিতে বিডিও অভিযান ও বিডিও কে স্মারকলিপি গাইঘাটা ব্লকের সিপিআই এম নেতৃত্ব। গত ১১ই জানুয়ারি গাইঘাটার পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির আহ্বানে কয়েকশো দলীয় নেতা কর্মী উপস্থিত হন বিডিও অফিসে।

শুরুতেই গণসংগীত পরিবেশন করেন দলের কর্মী হীরেন্দ্র নাথ মন্ডল। দলীয় কর্মসূচীতে দলের বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক ঘৃণাল চক্রবর্তী, জেলা নেতৃত্ব ও প্রাক্তন বিধায়ক তময় ভট্টাচার্য, রমেন্দ্র নাথ আঢ্য, সত্যরঞ্জন কপাট, ব্লক সম্পাদক স্বপন ঘোষ, অনুপম বিশ্বাস, তরুণ দেবনাথ, প্রশান্ত দাস, কপিল ঘোষ, শতদল দেব প্রমূখ।

আবাস যোজনা ছাড়াও অন্যান্য দাবিগুলির মধ্যে ছিল, দিনমজুরদের অবিলম্বে ১০০ দিনের কাজের মজুরি প্রদান, সকল দরিদ্র মানুষজনকে খাদ্য সুরক্ষার রেশন কার্ড প্রদান, ৬০ বৎসরের উর্দ্ধে সকল গরীব মানুষকে কমপক্ষে ৬ হাজার টাকা মাসিক ভাতা প্রদান ইত্যাদি। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন এবং সেই সঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে লুটেরাদের হটিয়ে মানুষের পঞ্চায়েত গঠনের আহ্বান জানান।

বিশিষ্ট ব্যক্তিবর্গ আরোও বলেন, রাজ্যে শুধু আবাস যোজনা নয়, রাজ্যের বর্তমান সরকার আপাদমস্তক দুর্নীতির সরকার হয়ে উঠেছে। শিক্ষক নিয়োগে দুর্নীতির কঠোর সমালোচনা করেন নেতৃবৃন্দ। নেতৃত্ব বলেন এরা বিচার ব্যবস্থাকে পঙ্গু করে দিতে চাইছে। বিড়িও আফিস এবং থানার ওসিদের মেরুদন্ড বিক্রি হয়ে গেছে।

এরা নিরপেক্ষভাবে নয়, শাসকদলের অঙ্গুলিহেলনে কাজ করে থাকে। বিডিও সঠিক কাজ না করলে পার পাবেন না। আমরা বিডিও দফতর ঘেরাও করে রাখবো। এ দিন বামেদের এ অভিযানে পুলিশের সংখ্যাও লক্ষ্যনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *