ভুয়ো পরিচয়ে ভোট বাগদায়

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- ভুয়ো পরিচয়ে ভোটার হওয়াকে কেন্দ্র করে ফের উত্তেজনা বাগদায়। স্থানীয় বিজেপি নেতা সান্ত মিস্ত্রির দাবি, বাগদা ব্লকের রামনগর গ্রামের রকি মন্ডল বাংলাদেশি নাগরিক। সে রকি টাকা দিয়ে এক ভারতীয়কে ‘বাবা’ সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে। এই মূহুর্তেরকি মন্ডল একজন পরিযায়ী শ্রমিক।

অভিযোগ, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে থাকছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সান্ত মিস্ত্রি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। বিজেপি নেতার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতে সীমান্তে অনুপ্রবেশ বাড়ছে। তৃনমূল নেতৃত্ব তাদের অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা জানায়, অপরাধ প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

জেলা নির্বাচন দফতর জানিয়েছে, তদন্ত করে প্রমাণ মিললে নাম বাতিলসহ আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশও অভিযোগ খতিয়ে দেখছে। বিশেষজ্ঞদের মত, পরিচয় যাচাই ব্যবস্থায় মনে হয় ফাঁক থেকেই যাচ্ছে। প্রশাসনের সক্রিয় ভূমিকাই পারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।









